Thursday, February 4, 2016


"মেয়ে টা কালো একদম..যেন

কয়লার গাদা থেকে উঠে
আসছে...ওকে বিয়ে দেবে কি
করে??"
"ইস ওই মেয়ে টা এত মোটা...ওর বাপ
মায়ের কপালে দুঃখ আছে ওকে
বিয়ে দিতে..."
"দেখ দেখ মেয়েটা কত
খাটো...দেড় ব্যাটারি..হা হা
হা"
এগুলা হল আমাদের সমাজের খুব
স্বাভাবিক কয়েকটা দৃশ্য..
মেয়ে দের কে আলাদা একটা
প্রজাতি ভাবা হয়...
নট অনলি মানুষ...ইটস "মেয়ে মানুষ"
তার উপর যদি মেয়ে টার কোন রকম
ডিফেক্ট থাকে তাহলে তো আর
কোন কথাই নাই..
প্রতিদিন শত শত কালো
মেয়ে,মোটা মেয়ে,খাটো
মেয়ে রা একান্ত একার সময়
গুলোতে চিন্তা করে ইস আমি যদি
একটু ফরসা হতাম...আমার উচ্চতা যদি
একটু বেশি হত...আমি যদি একটু শুকনা
হতাম...!!!!
আল্লাহ প্রদত্ত সৃষ্টি গুলো প্রত্যেকেই
তার নিজ নিজ অবস্থানে সুন্দর....
কিন্তু সমাজ ব্যবস্থার জন্য আমরা সে
সৌন্দর্য গুলো খুঁজে পাইনা..
ওই কালো মেয়েটার গায়ের রং এর
চেয়ে আমাদের মন টা আরো অনেক
বেশি নোংরা...
বিয়ের বাজারে ক্যাটরিনা কাইফ
টাইপ মেয়েদের চাহিদা বেশি..
মেয়ে যতই শিক্ষিতা,গুণবতীহোক
না কেন..
ঘরের বউ হতে হবে পরীর মত...
যেখানে আমাদের কোন হাত
নাই..আমরা চাইলেই নিজের আকৃতি
কে নিজের পছন্দ মত বানাতে
পারিনা..সেখানে কোন
অধিকারে আমরা খোদার সৃষ্টির
অপমান করি..??




আল্লাহ আমাদের কে এই বুঝ টুকু দিলে
প্রতিটা ব্যাস্ত দিন শেষে মেয়ে
গুলোকে একটু হলেও আফসোস করা


লাগেনা।

ভালবাসার অনুভুতি গুলো খুব আজব রকমের হয়।
যত দিন প্রেম ভালবাসা আছে তত দিন কেউ পৃথিবীতে  একা নয় ।

Monday, January 25, 2016

 
মানুষ   কষ্ট পাবার জন্য  জন্মায়।

Wednesday, January 20, 2016




কেন বিবেদ?

আমি কবি না, তার পরেও কবিতা লেখার চেষ্টা করিআর এই কবিতাটি আমার চেষ্টার ফসল

যদি আমার কবিতায় কোন ভূল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

আঘাত..অনেক পেয়েছি।
কষ্ট...অনেক সয়েছি,
আড়ালে অনেক কেঁদেছি।
এত কষ্টের মাঝেও
নিজেকে কখনো একা মনে করিনি,
কিন্তু.. এখন মনে হয়,

আমি সত্যি বড় একা
www.facebook.com/7rong/












Tuesday, January 19, 2016

 





অনেকেই বলে কুৎসিত মন থেকে কুৎসিত
চেহারা অনেক ভালকিন্তু বিয়ে করতে গেলে
তারাই কুৎসিত চেহারার কাউকে বিয়ে করতে
রাজি নয়




আমি ভালবসাকে কঁদতে দেখেছি।







দৃষ্টি ভঙ্গ পরিবর্তন করুন,
জীবন পরিবর্ত
ন হয়ে যাবে।

I miss you






মন চায় একটা পাথরে খোদাই করে লিখতে-
” I Miss You তার পর সেই পাথর টি খুব জোরসে তোমার মুখে মারতে ,
 যাতে তুমি ফীল করো
 তোমাকে মিস করা কত টা কষ্টের -
_-আমি পারিনা , আমি পারবনা,
 ভুলতে তোমাকে
এ কোন চলা যেটা ঠিক না ?
curiosity
ভালোবাসার চক্র ।
প্রতিটা মেয়ের জীবনে একটা ছেলে থাকে।


কেউ বুঝেনা বেকারের দুঃখ!


www.facebook.com/7rong/


    বেকার জীবন!
  মোঃ জুনায়েদ লস্কর
কেউ বুঝেনা বেকারের দুঃখ!
তাই বেকাররা ইত অসহায়,
য়ারা বাপের হোটেলে খাই,
কারনে অকারনে বকুনিও শুনে যায়।
বন্ধু মহলেও হয় হেওয় প্রতিপন্ন।
তাই বেকাররা ই-ত অসহায়
বেকার বলে কোন কিছু করারও নাই,
শুধু বকুনিই শুনে যায়।
তাই বেকাররা ইত অসহায়।

love is possible after friendship.
ভালবাসার অংক।
 আমি আছি তুমার পাশে। অনুভবে।




যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়া,


মিথ্যা ভালবাসা গাছের পাতার মতো,
সামান্য আঘাতেই আলাদাহয়ে যায়....
আর সত্য ভালবাসা পানির মতো,
যা শত আঘাতের পরও ফিরে আসে আর মিলে যায়.
তোমাকে ভালবেসে আজ আমি অসহায় ।
ভালোবাসার সাত রং ?
হয়তো আমাকে ভালবাসনি তুমি।



যদি ভাল বন্ধু পাও তাহলে লাভারের কোন দরকার নাই।


তোমাকে ছাড়া আমি ভাল নেই।


লাখী লস্কর সড়ক।

লস্কর পাড়া তরুণ
 এর হাতের কাজ। তরুণ এর ভিতরের অংশ।
রস্কর পাড়া সড়ক 2
রস্কর পাড়া সড়ক
lasker para sorok 
junayed lasker 
ভালবাসেন রহস্য, কারণ তিনি নিযেও রহস্যময়।

ভালবাসার কাছে হেরে গেছি।   R





হৃদয়ের হাহাকারের কথা।










আমাকে আজও বুঝতে পারলাম না!image