Tuesday, January 19, 2016


কেউ বুঝেনা বেকারের দুঃখ!


www.facebook.com/7rong/


    বেকার জীবন!
  মোঃ জুনায়েদ লস্কর
কেউ বুঝেনা বেকারের দুঃখ!
তাই বেকাররা ইত অসহায়,
য়ারা বাপের হোটেলে খাই,
কারনে অকারনে বকুনিও শুনে যায়।
বন্ধু মহলেও হয় হেওয় প্রতিপন্ন।
তাই বেকাররা ই-ত অসহায়
বেকার বলে কোন কিছু করারও নাই,
শুধু বকুনিই শুনে যায়।
তাই বেকাররা ইত অসহায়।

No comments:

Post a Comment